ঘুমায়ে পড়িতে হবে একদিন আকাশের নক্ষত্রের তলে শ্রান্ত হয়ে– উত্তর মেরুর সাদা তুষারের সিন্ধুর মতন! এই রাত্রি,— এই দিন,— এই আলো,— জীবনের এই আয়োজন,— আকাশের নিচে এসে ভুলে যাব ইহাদের আমরা সকলে! একদিন শরীরের স্বাদ আমি জানিয়াছি, সাগরের জলে দেহ ধুয়ে;— ভালোবেসে ভিজইয়েছি আমাদের হৃদয় কেমন! একদিন জেগে থেকে দেখিয়েছি আমাদের জীবনের এই আলোড়ন, আঁধারের […]